অদ্য ২৬ জুলাই শনিবার বিকাল ৫ টায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় শহীদের আাত্বার মাগফেরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় জাতীয় পার্টি গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্দোগে শহরের চান্দনা চৌরাস্তা আলহাজ্ব আইনউদ্দিন সরকার মাদ্রাসা হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহব্বায়ক শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব গাইবান্ধা১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সাত্তার মিয়া।
বক্তব্য রাখেন , জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার , জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য , অ্যাডভোকেট মোস্তফা জামান,, ফারুক প্রধান, ওমর ফারুক সুজন, এডভোকেট রফিকুল ইসলাম, এস এম কিবরিয়া, আল আমিন সরকার, তসলিম উদ্দিন,মোঃ আলফাজ উদ্দিন এম এ, হারুন অর রশিদ, জহিরুল ইসলাম সরকার, ফয়েজ মুন্না ,, ,আমিন সরকার,রুহুল দেওয়ান, সাইফুল সরকার, ওমর ফারুক, রুকসানা পারভীন, ইন্তাজ সরকার, আবদুল করিম, ইয়াজ সরকার, অধ্যক্ষ মনির হোসেন ভূইয়া, আবদুল মালেক, সফিকুল ইসলাম , রফিকুল ইসলাম, রিপন মাহমুদ, আবদুল হামিদ রানা সানোয়ার হোসেন , প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনা আমাদের সারা জাতিকে কাঁদিয়েছে আমরা শোকাহত নিষ্পাপ আমাদেরই সন্তান ছেলে মেয়েগুলো অকালে ঝরে গেল । এই শোক আমাদের সইবার নয়। আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুদের বাবা মাকে পরিবারকে এই শোক সইবার তৌফিক দিন। পরে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে হাসপাতালে চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।