গত ০১/০৮/২০২৫ তারিখ রাতে উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মোঃ ইউনুছ খাঁন মোহরা কামাল বাজার এলাকা হতে তার ব্যবসায়ীক কাজ শেষে সিএনজি অটোরিক্সা যোগে রওয়ানা হয়ে ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা আকবর আলী সুকানীর বাড়ী হাবিবুল্লাহ চৌধুরী রোড তার বসত বাড়ীর সামনে পৌঁছলে আসামী মোঃ নুরুল হক সহ তার সহযোগীরা ০২টি মোটর সাইকেল যোগে এসে ভিকটিম ইউনুছ খাঁনকে পিস্তল দ্বারা এলোপাতাড়ি গুলি করে গুরুত্বর জখম করে। উক্ত ঘটনায় বাদী খোদেজা বেগম এর এজাহারের প্রেক্ষিতে চান্দগাঁও থানার মামলা নং-০৪, তাং-০৩/০৮/২০২৫খ্রি; ধারা-৩৮৫/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড রুজু হয়।
এপ্রেক্ষিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মো: আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) আজিজুল হক এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং ০২/০৮/২০২৫খ্রি; রাত ২২:২০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় হতে ভিকটিম ইউনুছ খাঁনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত আসামী মোঃ নুরুল হক (২৭), পিতা-মৃত মোঃ শফি উল্লাহ, মাতা-খুরশিদা বেগম, সাং-মধ্যম নুনিয়ারছড়া, শফি রহমানের বাড়ী, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-মোহরা, ৮নং পুলের গোড়া, রেলবিট, এ.এল.খান স্কুলের পাশে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীর ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার এবং অপরাপর সহযোগী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।