উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলনগর, লক্ষ্মীপুর -এ চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে আগত রোগী ও স্বজনদের সাথে কথা বলে এবং সার্বিক চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করে। এ সময় চিকিৎসকদের অনুপস্থিতি, নার্স সংকট এবং কর্তব্যরত এমবিবিএস চিকিৎসকের অনুপস্থিতিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্তৃক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে দেখা যায়, যা রোগীদের প্রাপ্য মানসম্পন্ন সেবাকে বাধাগ্রস্ত করছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। এছাড়াও, রোগীদের জন্য নির্ধারিত খাবারের তালিকায় রুই মাছ, মসুর ডাল ও সবজি থাকার কথা থাকলেও বাস্তবে রুই মাছের পরিবর্তে কমমূল্যের তেলাপিয়া মাছ সরবরাহ করা হয়েছে মর্মে পরিলক্ষিত হয়। অধিকন্তু খাবারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কম পাওয়া গেছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।