জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রয়ে অনিয়ম ও যাত্রীসেবা সংক্রান্ত অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম যাত্রীবেশে টিকিট বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের একপর্যায়ে দেখা যায়, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয়ের সময় অধিকাংশ যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও স্টেশন এলাকায় যাত্রী বিশ্রামাগারের চেয়ারসমূহ ভাঙা ও পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় বিদ্যমান থাকায় যাত্রীদের দুর্ভোগ প্রকটভাবে পরিলক্ষিত হয়। উক্ত অনিয়মসমূহ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবহিত করা হয় এবং অবৈধভাবে দখলকৃত স্টেশনের জায়গা থেকে দোকানপাট অপসারণসহ যাত্রী ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে সংশ্লিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনার পর কমিশনের সিদ্ধান্তের জন্য টিম কর্তৃক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
#এনফোর্সমেন্ট_টিম_অভিযান