গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জ জেলার এএসপি মেহেদী ইসলাম ৩৭তম বিসিএস পুলিশের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল বাসার মোল্লা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী।
গতকাল শনিবার রাজধানীর ইস্কাটন রোডে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডিএমপি ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এসি তৌফিক আহমেদ নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি হিসেবে এএসপি মাজহারুল ইসলাম ও এএসপি আরিফা আখতার। এছাড়া যুগ্ম সম্পাদক এএসপি শামীম হোসেন ও এএসপি সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন। কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে এএসপি এহসানুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএসপি মো. শাহীন, ক্রীড়া সম্পাদক র্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি তাপস কর্মকার এবং সদস্য এএসপি মনিরুল ইসলাম ও এএসপি বায়েজিদ বিন মানসুর দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটি গঠনের পর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা মুক্তিযুদ্ধ ও জুলাই স্পিরিটকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন ও আনন্দ টেলিভিশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন
সূত্র: সমকাল