গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৫ ই আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হানিফ হোটেল সংলগ্ন থেকে বাইপাস হয়ে শ্রীফলতলী বাইপাস, কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড হয়ে বিএনপি অফিসে এসে শেষ হয়,কালিয়াকৈর উপজেলার বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী(গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব),উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার,পৌর বি এন পির আহবায়ক মাহমুদ সরকার,সদস্য সচিব মহাসিন উজ্জামান সহ কালিয়াকৈর উপজেলা ও পৌর বি এন পির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন,আমরা কাউকে বাদ দিয়ে রাজনীতি করবো না,সবাইকে সাথে নিয়েই আমরা রাজনীতি করব।