গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষ্যে বিজয় মিছিল বের করা হয় ৫ আগষ্ট ২০২৫ সকাল ১০টায় । বিজয় মিছিলটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক বাইপাস হতে শুরু করে শ্রীফলতলী বাইপাস হয়ে থানা বিএনপি অফিসের সামনে শেষ হয়। তারপর আলোচনা সভা ও দোয়া মাহফিল কার্যক্রম চলে বেলা ২ টা পর্যন্ত। আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, সভা সঞ্চালনায় সদস্য সচিব এম আনোয়ার হোসেন। পৌর বিএনপির আহবায়ক মামুদ আরো উপস্থিত ছিলেন সূত্রাপুর ইউনিয়নের বিএনপি’র সদস্য সচিব আরিফ সরকার সরকার, সদস্য সচিব মুহসিনুজ্জামানসহ অনেকেই আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।