শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলাধীন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অদ্য ০৬ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৩১০ ঘটিকায় রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন মায়াকাশি নামক স্থান হতে ২,৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ০১ টি মোটরসাইকেল (ণধসধযধ ঋত-ঠবৎংরড়হ ৩) আটক করতে সক্ষম হয়। আটককৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ১,৩১,৬০,০০০/- (এক কোটি একত্রিশ লক্ষ ষাট হাজার) টাকা।
উল্লেখ্য, উক্ত অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে।