গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা চত্বরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে উপস্হিত ছিলেন, কালের কণ্ঠ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, কালিয়াকৈর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবর পএিকায় কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসন,আমার দেশ প্রতিনিধি আব্দুল আলিম অভি, আরটিভি প্রতিনিধি বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন সিকদার, এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন, আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহ আলম সিকদার, চ্যানেল এ ওয়ানের প্রতিনিধি তুষার আহম্মেদসহ কালিয়াকৈর উপজেলার, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।
বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। বক্তারা আরো বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
###
তাং ০৯/০৮/২০২৫ ইং