গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খেলাধুলার পাশাপাশি মাঠের সংখ্যা না বাড়লেও খেলোয়াড়ের সময় উপযোগী চিন্তা ভাবনা থেকে সরকার সারাদেশের ন্যায় গোবিন্দগঞ্জে মিনি স্টেডিয়ামটি গোবিন্দগঞ্জ পৌর সভার ১ংওয়ার্ডের বোয়ালিয়া নামক স্থানে তৈরি করে। স্টেডিয়ামটি পরিচিত হচ্ছে শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম নামে।যিনি গত সরকার পতনে গোবিন্দগঞ্জের প্রথম শহীদ।
আজ শনিবার ৯-আগষ্ট/২৫ সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিবেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এতে আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাতে ইসলামি বাংলাদেশ এর জেলা উপজেলা নেতৃবৃন্দ এবংবি এন পি বিভাগীয়,জেলা ও উপজেলাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গোবিন্দগঞ্জ উপজেলা পর্যায়ের এনসিপির নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।