অদ্য ০৯/০৮/২০২৫ খ্রি: বেলা ১২:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সদর দপ্তরের সভাকক্ষে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । উক্ত প্রেস ব্রিফিং এর সভাপতিত্ব করেন জিএমপি’র সম্মানিত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৭ জন আসামিকে গাজীপুর বাসন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
এ সময় জিএমপি কমিশনার মহোদয় যথার্থ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার কারণে আসাদুজ্জামান তুহিন হত্যার ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন ও নিহত আসাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।