Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভাবা যায় এটা কি করলি বইন!!! কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে বান্ধবীকে ধর্ষণ!

 

ভ্রাম্যমান প্রতিনিধি

 

চট্টগ্রাম নগরীতে কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর নগ্ন ভিডিও ধারণ করে তাকে জিম্মি করে দেড় মাস ধরে তার সঙ্গে পাশবিক আচরণ করা হয়।

সোমবার (৪ আগস্ট) রাতে নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শারমিন আক্তারের (২০) বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। চাকরির সূত্রে নগরীর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ জানান, শারমিন ও তার সমবয়সী বান্ধবী একই বাসায় থাকেন। তারা একই কারখানায় চাকরি করেন। আক্রান্ত তরুণী বিবাহিত, তবে স্বামী থাকেন গ্রামের বাড়িতে। অন্যদিকে শারমিন অবিবাহিত।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে আক্রান্ত তরুণীর বাবা থানায় গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ রাতেই ওই বাসায় অভিযান চালায়। এর পর শারমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি আফতাব বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, শারমিন অনলাইনে অর্ডার দিয়ে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ কেনেন। সেই পুরুষাঙ্গ বেল্ট লাগিয়ে শারমিন দেড়মাস আগে তার বান্ধবীকে জোরপূর্বক প্রথম ধর্ষণ করে। সেটা আবার ভিডিও করে রাখে। সেই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দেড়মাস ধরে তাকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যায়। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। এর পর গতকাল (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণ করে। তখন ওই তরুণী তার বাবার কাছে এ ঘটনা প্রকাশ করে।’

গ্রেফতার শারমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

ভাবা যায় এটা কি করলি বইন!!! কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে বান্ধবীকে ধর্ষণ!

Update Time : ০৫:১৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

 

ভ্রাম্যমান প্রতিনিধি

 

চট্টগ্রাম নগরীতে কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর নগ্ন ভিডিও ধারণ করে তাকে জিম্মি করে দেড় মাস ধরে তার সঙ্গে পাশবিক আচরণ করা হয়।

সোমবার (৪ আগস্ট) রাতে নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শারমিন আক্তারের (২০) বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। চাকরির সূত্রে নগরীর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ জানান, শারমিন ও তার সমবয়সী বান্ধবী একই বাসায় থাকেন। তারা একই কারখানায় চাকরি করেন। আক্রান্ত তরুণী বিবাহিত, তবে স্বামী থাকেন গ্রামের বাড়িতে। অন্যদিকে শারমিন অবিবাহিত।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে আক্রান্ত তরুণীর বাবা থানায় গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ রাতেই ওই বাসায় অভিযান চালায়। এর পর শারমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি আফতাব বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, শারমিন অনলাইনে অর্ডার দিয়ে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ কেনেন। সেই পুরুষাঙ্গ বেল্ট লাগিয়ে শারমিন দেড়মাস আগে তার বান্ধবীকে জোরপূর্বক প্রথম ধর্ষণ করে। সেটা আবার ভিডিও করে রাখে। সেই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দেড়মাস ধরে তাকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যায়। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। এর পর গতকাল (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণ করে। তখন ওই তরুণী তার বাবার কাছে এ ঘটনা প্রকাশ করে।’

গ্রেফতার শারমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।