Dhaka ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবি পার্টির পক্ষ থেকে সংসদের সীমানা পূর:নিধারনের সুপারিশ 

 

১০ আগষ্ট দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূননির্ধারণ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে প্রাথমিক সীমানা পূন:নির্ধারণ সংক্রান্ত আপত্তির সুপারিশ প্রদানের আবেদন জমাদেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী

আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) র পর্যবেক্ষণ ও মতামত ছিল-

(ক) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ঙ” উপ অনুচ্ছেদে বর্ণিত “প্রশাসনিক ব্যবস্থাকে উপজেলা/ থানা ইউনিটকে যতদূর সম্ভব অখন্ড রাখার ” র বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে তা করা হয়নি। এখানে বন্দর উপজেলা কে দুইভাবে বিভক্ত করে প্রশাসনিক ব্যবস্থাকে বিলুপ্ত হয়েছে যা সীমানা পুন:নির্ধারণের উদ্দেশ্যকে ব্যাহত করেছে।

 

(খ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “চ” উপঅনুচ্ছেদে বর্ণিত জেলার মধ্যকার আসনের ভোটর সংখ্যা সর্বোচ্চ ৩০% ব্যবধানের মধ্য সীমাবদ্ধ রাখার উল্লেখ্য থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ ৩ আসন সোনারগাঁ উপজেলায় বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন ৮ টি ওয়ার্ড অপরিবর্তিত রেখে যোগ করাতে ৩০% মাত্রা অধিক লংগিত হয়েছে।

 

(গ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ছ” এর অনুচ্ছেদে যতদূর সম্ভব প্রশাসনিক নির্বাচনী সুব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে উপজেলা, সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখন্ডতা বজায় রাখার কথা উল্লেখ্য থাকলেও বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ৮টি ওয়ার্ড বাদে নারায়ণগঞ্জ ৩ আসনের সাথে যুক্ত করা হয়েছে। এতে করে বন্দর উপজেলার জনগণকে বিভক্ত করা হয়েছে। যার দ্বারা সীমানা পুন:নির্ধারণের নৈতিক উদ্দেশ্য ব্যাহত হয়েছে ।

 

(ঘ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “জ” উপ অনুচ্ছেদে বর্ণিত “ইউনিয়ন, সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও পৌরসভার একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করা” নীতি গত সিদ্ধান্ত লঙ্ঘিত হয়েছে।

(ঙ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ঞ”এর উপ অনুচ্ছেদে বর্ণিত “যতদূর সম্ভব সীমনা পুন:নির্ধারণ কালে সংশ্লিষ্ট জনগনের সেবা বিষয়ক সুবিধা/ অসুবিধার বিষয় কোন রকম বিবেচনা করা হয়নি। যেমন বন্দর হতে কোন প্রয়োজনে কাউকে যদি সোনারগাঁ যেতে হয় প্রায় ২০ কিলোমিটার যাত্রা করে যেতে হবে। যা বন্দর উপজেলার জনগণের ভোগান্তির কারণ হবে ।

 

(চ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ট” এর উপ অনুচ্ছেদে বর্ণিত “যতদূর সম্ভব ভৌগোলিক বৈশিষ্ট্য (যথা নদী) ও যোগাযোগ ব্যবস্থা, (তথা রাস্তাঘাট) তথা জনগণের যাতায়াত ব্যবস্থার সুবিধা ও অসুবিধা বিবেচনা করা ” অথচ মোটেও বিবেচনা করা হয়নি। কারণ পূর্বে সীমানা অনুযায়ী নদীর এপার ওপার মিলিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন ছিল এবং যাতায়াত ব্যবস্থা সহজ ছিল।

 

এমতাবস্থায় জন দুর্ভোগ ও জন আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াতে সীমানা পূর্ব অবস্থায় রাখার পক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) মতামত ও জোর সুপারিশ করছে।

আপনাদের সুবিবেচনাও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।

 

 

সংযুক্তি

১। বন্দর উপজেলার মানচিত্র।

২। সোনারগাঁও উপজেলার মানচিত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

এবি পার্টির পক্ষ থেকে সংসদের সীমানা পূর:নিধারনের সুপারিশ 

Update Time : ০৭:৪৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

১০ আগষ্ট দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূননির্ধারণ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে প্রাথমিক সীমানা পূন:নির্ধারণ সংক্রান্ত আপত্তির সুপারিশ প্রদানের আবেদন জমাদেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী

আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) র পর্যবেক্ষণ ও মতামত ছিল-

(ক) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ঙ” উপ অনুচ্ছেদে বর্ণিত “প্রশাসনিক ব্যবস্থাকে উপজেলা/ থানা ইউনিটকে যতদূর সম্ভব অখন্ড রাখার ” র বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে তা করা হয়নি। এখানে বন্দর উপজেলা কে দুইভাবে বিভক্ত করে প্রশাসনিক ব্যবস্থাকে বিলুপ্ত হয়েছে যা সীমানা পুন:নির্ধারণের উদ্দেশ্যকে ব্যাহত করেছে।

 

(খ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “চ” উপঅনুচ্ছেদে বর্ণিত জেলার মধ্যকার আসনের ভোটর সংখ্যা সর্বোচ্চ ৩০% ব্যবধানের মধ্য সীমাবদ্ধ রাখার উল্লেখ্য থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ ৩ আসন সোনারগাঁ উপজেলায় বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন ৮ টি ওয়ার্ড অপরিবর্তিত রেখে যোগ করাতে ৩০% মাত্রা অধিক লংগিত হয়েছে।

 

(গ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ছ” এর অনুচ্ছেদে যতদূর সম্ভব প্রশাসনিক নির্বাচনী সুব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে উপজেলা, সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখন্ডতা বজায় রাখার কথা উল্লেখ্য থাকলেও বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ৮টি ওয়ার্ড বাদে নারায়ণগঞ্জ ৩ আসনের সাথে যুক্ত করা হয়েছে। এতে করে বন্দর উপজেলার জনগণকে বিভক্ত করা হয়েছে। যার দ্বারা সীমানা পুন:নির্ধারণের নৈতিক উদ্দেশ্য ব্যাহত হয়েছে ।

 

(ঘ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “জ” উপ অনুচ্ছেদে বর্ণিত “ইউনিয়ন, সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও পৌরসভার একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করা” নীতি গত সিদ্ধান্ত লঙ্ঘিত হয়েছে।

(ঙ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ঞ”এর উপ অনুচ্ছেদে বর্ণিত “যতদূর সম্ভব সীমনা পুন:নির্ধারণ কালে সংশ্লিষ্ট জনগনের সেবা বিষয়ক সুবিধা/ অসুবিধার বিষয় কোন রকম বিবেচনা করা হয়নি। যেমন বন্দর হতে কোন প্রয়োজনে কাউকে যদি সোনারগাঁ যেতে হয় প্রায় ২০ কিলোমিটার যাত্রা করে যেতে হবে। যা বন্দর উপজেলার জনগণের ভোগান্তির কারণ হবে ।

 

(চ) বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এর “ট” এর উপ অনুচ্ছেদে বর্ণিত “যতদূর সম্ভব ভৌগোলিক বৈশিষ্ট্য (যথা নদী) ও যোগাযোগ ব্যবস্থা, (তথা রাস্তাঘাট) তথা জনগণের যাতায়াত ব্যবস্থার সুবিধা ও অসুবিধা বিবেচনা করা ” অথচ মোটেও বিবেচনা করা হয়নি। কারণ পূর্বে সীমানা অনুযায়ী নদীর এপার ওপার মিলিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন ছিল এবং যাতায়াত ব্যবস্থা সহজ ছিল।

 

এমতাবস্থায় জন দুর্ভোগ ও জন আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াতে সীমানা পূর্ব অবস্থায় রাখার পক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) মতামত ও জোর সুপারিশ করছে।

আপনাদের সুবিবেচনাও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।

 

 

সংযুক্তি

১। বন্দর উপজেলার মানচিত্র।

২। সোনারগাঁও উপজেলার মানচিত্র।