গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার চাকা হঠাৎ খুলে গেলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাকের নীচে ঢুকে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা-বাবা, চালকসহ ৭ জন যাত্রী। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার ১২-আগস্ট/২৫ দুপুর ২-টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকার মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় অটো রিকশাটি দুমড়ে মুচরিয়া যায়।
নিহতরা হলেন,১৯ দিনের শিশু রাফি ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ছেলে,গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর দাখিল মাদ্রাসার সহসুপার ও জাঙ্গলপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৫৫) এবং রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে মহুরী নুরুন্নবী সরকারকে (৫০) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল।
গুরুতর আহতরা হলেন, অটোরিকশা চালক সজিব মিয়া, রুপালি বেগম ও জাকিয়া বেগম। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।