বাকলিয়া থানার এসআই(নিরস্ত্র) শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩/০৮/২০২৫ইং তারিখ ফেনী জেলার ফেনী সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাকলিয়া থানার মামলা নং-১৩, তাং-১৩/০৮/২০২৫ইং, ধারা-৪০৮/৪২০ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী মোঃ ইকবাল বাহার (৪৩), পিতা- ফজলের রহমান, মাতা-খোতেজা বেগম, সাং-সুলতানপুর ফজল কন্ট্রক্টরের বাড়ী, ডাকঘর-ফেনী-৩৯০০, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করেন। তার হেফাজত হতে আত্মসাৎকৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।