রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক গত ১৫-০৫-২০২৫ খ্রি. তারিখে পরিচালিত অভিযানের ফলোআপ হিসেবে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালের বহিঃবিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সেবার মান, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ এবং সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা ও রোগীদের সাথে আলাপচারিতায় প্রতীয়মান হয় যে ১০০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ২৬১ জন রোগী, যার ফলে চিকিৎসকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এছাড়া, হাসপাতালের ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন এবং অধিকাংশ ভর্তি রোগী নিয়মিত খাবার পান না। প্রতিদিন গড়ে ২৫০ -এর অধিক রোগী ভর্তি থাকলেও সর্বোচ্চ ১০০ জন রোগীকে খাবার সরবরাহ করা হয় মর্মে তথ্য পাওয়া যায়। এছাড়া, হাসপাতালের ওষুধের স্টক ও স্টক রেজিস্টার পর্যালোচনা করা হয়। দৈবচয়ন ভিত্তিতে যাচাইকালে স্টক রেজিস্টারের সাথে বাস্তব মজুদের ঘাটতি লক্ষ্য করা যায়। অভিযানকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে চিকিৎসা সেবার মান উন্নয়ন, নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধ সংরক্ষণ ও সরবরাহে যথাযথ নজরদারি অবলম্বনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।