ঢাকার ধামরাই উপজেলার কালামপুর খাঁ পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন সেলিনা আক্তার পিংকি (৩০) নামের এক নারী, এরপর সেই স্বামী বদির শেখ (৪০) বিষপানে আত্মহত্যা করেছেন। এই ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলার কারণে বদির শেখ ও সেলিনা আক্তারের মধ্যে চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু বুধবার সকালে বদির শেখ তার সাবেক স্ত্রী সেলিনা আক্তারের ভাড়া বাসায় যান। সেখানে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হলে বদির শেখ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সেলিনাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে সেলিনার বুকে, পিঠে এবং পায়ে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্ত্রীকে হত্যার পর বদির শেখ নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত বদির শেখকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বদির শেখ ধামরাইয়ের বাথুলী এলাকার ইনসান আলীর ছেলে। বর্তমানে, নিহত বদির শেখ ও সেলিনা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এই দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।