অদ্য ২৪-০৮-২০২৫ খ্রিঃ তারিখে
গাজীপুর চান্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে জিএমপি ট্রাফিক সপ্তাহ -আগষ্ট/২০২৫ এর শুভ উদ্বোধন এবং এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রাফিক সপ্তাহ উদ্বোধন এবং প্রেস ব্রিফিং করেন ড.মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর।
উক্ত প্রেস ব্রিফিং এ সম্মানিত কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। তিনি জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান । ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বডি অন ক্যামেরা ব্যবহার করছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোঃ এরশাদ আলম শরীফ 
















