প্রাণিসম্পদ অধিদপ্তরের “লাইভস্টক ও ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট” -এ দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে কমিশনের টিম প্রজেক্ট অফিসে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। এ সময় জানা যায়, প্রকল্পের সাবেক পরিচালক ইতোমধ্যে অবসরে গেছেন। অভিযোগের বিষয়ে বর্তমান প্রকল্প পরিচালকের বক্তব্য গ্রহণ করে দুদক টিম। অভিযোগের সত্যতা যাচাই ও গভীরতর অনুসন্ধানের স্বার্থে প্রকল্প কার্যালয় থেকে এ সংক্রান্ত নথিপত্র ও প্রমাণাদি চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।