গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতের আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শ্রী ভবেশ চন্দ্র সরকার কে আজ সন্ধ্যা ৭.০০ টার দিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার হয় তার প্রকৃত কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর শ্রী ভবেশ চন্দ্র শীলকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে।