২৮ আগস্ট ২০২৫খ্রিঃ বৃহস্পতিবার ১৭:৩০ ঘটিকায় বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড়ে মহাসড়কের পাকা রাস্তার উপর হতে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ কর্তৃক তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলো বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে হৃদয় তালুকদার ওরফে ইব্রাহিম তালুকদার (২২)।
খুলনা টু মোংলা (এন-৭) মহাসড়কের কাটাখালী মোড়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দিবাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণ ও জরুরী মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একজন ব্যক্তি গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে করে গাঁজা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য কাটাখালী মোড়ে অনিষা টেলিকমের সামনে মহাসড়কের পাকা রাস্তার উপর অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কাটাখালী হাইওয়ে থানার ডিউটিরত পুলিশ টিম সেখানে পৌঁছে উক্ত ব্যক্তিকে আটক করে তার সঙ্গে থাকা নীল রঙের প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে ০১ কেজি ওজনের মোট ০৮ (আট)টি পোটলায় সর্বমোট ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করেন। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।