শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল, মদ ও গরু পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫৪০০০ পিস ভারতীয় জিলেট ব্লেড, ১২০ কেজি ভারতীয় জিরা, ১৫৫০ পিস ভারতীয় সুপারি, ০৭ বোতল মদ এবং ০৫ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১১,৮৫,৩৫০/- (এগার লক্ষ পঁচাশি হাজার তিনশত পঞ্চাশ) টাকা । উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানী মালামাল ফেলে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে।
ব্রেকিং নিউজ :
শেরপুরওহালুয়াঘাট বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক :
-
মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :
- Update Time : ০৩:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- ৬৭ Time View
Tag :
Popular Post