৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কাকরাইল, ঢাকা, মোট ০৫ টি ডিজেল চালিত বাস /কোচ এর গ্যাসীয় নিঃসরণ মাত্রা স্মোক ওপাসিটি মিটার (Smoke Opacity Meter) দ্বারা পরিমাপ করা হয়।
উক্ত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লংঘন এবং দন্ড ১৫(১(৩)) অনুযায়ী ১২,০০০/-(বার হাজার টাকা) জরিমানা আদায় ও ৪ টি মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ,সদর দপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম।