জামালপুরের বকশীগঞ্জে নিলাক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ সভায় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন।
এছাড়া সভায় অংশ নেন নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্ত, সাধারণ সম্পাদক লালন সরকার এবং ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্রাহি ইসলাম আকাশ।
সভায় ছাত্রদল নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।