জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতপার্থক্য ও সাংগঠনিক টানাপোড়েন বিরাজ করছে। এই পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে সহযোগী সংগঠন নিলাক্ষিয়া ইউনিয়ন কৃষক দলে।
গত ৮ সেপ্টেম্বর (সোমবার) নিলাক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক এবং সদস্য সচিব আবুল কাসেম মিয়া-কে সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকার অভিযোগে পৃথক কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে বলা হয়, উভয় নেতা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না এবং ইউনিয়ন কৃষক দলের কার্যক্রমে সক্রিয় নয়। নোটিশে তাদের সাত দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
নোটিশের কয়েক দিনের মধ্যে, আজ ১২ সেপ্টেম্বর (শুক্রবার), উভয় নেতা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জমা দেন। আবেদনে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরও পারিবারিক ও ব্যক্তিগত কারণে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মনে করছেন, একটা দলের দুই শীর্ষ নেতার একসাথে পদত্যাগ নিলাক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের কার্যক্রমে শূন্যতা অনেক বেশি সৃষ্টি করবে। এছাড়া, এই পদত্যাগের ফলে দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।