গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের হিজলহাটি এলাকায় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হিজলহাটি রাঙ্গামাটি রিসোর্ট ও স্ট্রিট ফুড কর্নার উদ্বোধন উপলক্ষে মেলার উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এসময় গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য খাইরুল হাসান রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রকি আহম্মেদ, আটাবহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিলের কোল ঘেষে অত্যান্ত মনোরম পরিবেশে রিসোর্টের পরিচালক এ মেলার আয়োজন করেছেন। মেলায় বিনোদনের জন্য রয়েছে বিলের মনোরম পরিবেশে বুট নিয়ে ভ্রমণের ব্যবস্থা। এছাড়া ছোট বাচ্চাদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড। আরো রয়েছে চটপটি হাউজ, কফি হাউজ এবং বাচ্চাদের সকল প্রকার খেলনা সামগ্রীর দোকান