দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে। পরবর্তীতে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সরেজমিনে সংশ্লিষ্ট রাস্তা পরিদর্শন করা হয়। এ সময় রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ ও কার্পেটিং-এর পুরুত্ব পরিমাপ গ্রহণ করা হয় এবং বিভিন্ন স্থান থেকে দৈবচয়ন ভিত্তিতে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও নমুনার ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।