উক্ত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার(ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম- সেবা মহোদয়।আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব তাহেরুল হক চৌহান মহোদয়, উপস্থিত ছিলেন গাজিপুর মহানগরের উপ পুলিশ কমিশনার বৃন্দ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ বৃন্দ।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় গাজীপুর মহানগরের পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত সভাপতি শ্রীমান বাপ্পি দে সহ বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সেনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস,র্যাব, এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্যগণ আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে, সুস্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
সভাপতি মহোদয় দুর্গাপূজা নিরাপদে সম্পন্নের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এর কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনরূপ অশ্লীল বা আপত্তিকর বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকর কোন পোস্ট দেখলে তা সাথে সাথে ট্রিপল নাইন (৯৯৯) বা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।