কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম ছদ্মবেশে হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের যথাযথভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। অভিযানে দেখা যায়, রোগীদের জন্য নির্ধারিত ১০৫ গ্রাম রান্না করা মাছের পরিবর্তে ৭০–৮০ গ্রাম সরবরাহ করা হচ্ছে এবং রান্নাঘরে বাধ্যতামূলক ডায়েট চার্ট প্রদর্শিত নেই। রান্নাঘর ও বাথরুমের পরিচ্ছন্নতা অসন্তোষজনক পাওয়া যায়। এমনকি রোগীদের জন্য সরবরাহকৃত বেডশিট ও বালিশ অপরিচ্ছন্ন পাওয়া যায়। হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট মজুদ পাওয়া যায়, এছাড়াও ফার্মেসির রেজিস্টারে ওষুধ মজুদ ও বিতরণে অসামঞ্জস্যতা লক্ষ্য করা হয়। দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন মর্মে অভিযানকালে প্রত্যক্ষ করে দুদক টিম। প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানে প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।