সিরাজগঞ্জ সরকারি কলেজে গাড়ির রক্ষণাবেক্ষণ, গাড়িচালকের বেতন ও তেল খরচ বাবদ ৬২ লক্ষ টাকা ব্যয়, আপ্যায়নের জন্য বিভিন্ন বিভাগ হতে চাঁদা আদায়, বোর্ড পরীক্ষা ও অভ্যন্তরীণ পরীক্ষার বাবদ আদায়কৃত টাকা বন্টনে অনিয়ম, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উন্নয়ন ফি ১০০ টাকা নির্ধারিত থাকলেও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ছাত্র প্রতি ২০০ টাকা আদায় এবং আইসিটি খাতে ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা আদায়, ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও উক্ত খাতে শিক্ষার্থীদের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়সহ বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে সিরাজগঞ্জ সরকারি কলেজে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট গাড়ির লগবই, বিল-ভাউচার ও অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে। পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। অভিযানে প্রাপ্ত রেকর্ডপত্র/তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জ সরকারি কলেজে গাড়ির রক্ষণাবেক্ষণ চালকের বেতন সহ তেল খরচ অনিয়ম
-
মোঃ আতিকুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি
- Update Time : ০৩:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- ৬১ Time View
Tag :
Popular Post