বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবিরের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক চায়না রিং জাল এবং কিছু কারেন্ট জাল নদী থেকে উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৮০টি চায়না রিং জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। স্থানীয় জনগণের উপস্থিতিতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে নদীর মাছের প্রজনন ও সংরক্ষণে সহায়তা হয়।
অভিযানে জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোখলেসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, আইনশৃঙ্খলা বাহিনী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবির জানিয়েছেন, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে মা-মাছ এবং রেণু পোনা নিধন রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরও জানান, নদীর মাছ ও স্থানীয় জেলের স্বার্থ রক্ষায় জেলা মৎস্য দপ্তর সবসময় তৎপর থাকবে।