গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মেকুরাই গ্রামে, গত ১৮/০৭/২০২৫ইং ওই এলাকায় অপহরণ ও ধর্ষন মামলার আসামী অবস্থান করছে,এ খবর পেয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করলে, এলাকায় মব
সৃষ্টি করে দলবদ্ধ হয়ে র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা করে ৫র্যাব সদস্যকে আহত করে। পরে তাদেরকে থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০/৬০জনের বিরুদ্ধে ওই দিন রাতেই র্যাবের ডিএডি নাযেক সুবেদার নওশের আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে ১৭জন আসামি গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এসময় গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলবেরুনি আসামী পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনে, আদালত ৩ আসামীর জামিন মঞ্জুর ও ১৪ আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।