গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগের এক নেতাকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজার এলাকার হানিফ মিয়ার ছেলে মোতালেব মিয়া। তিনি কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের ওই নেতা মোতালেব মিয়া বুধবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে হাঁটাহাটি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান গিয়ে ওই নেতাকে আটক করে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, তার নামে একাধিক মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।