বন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সাথে অসাধু যোগসাজশে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ, ঢাকা কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম কর্তৃক আমদানিকারকদের বিগত সময়ে আমদানিকৃত পাখির সংখ্যা, আমদানিকৃত পাখির পরিদর্শন প্রতিবেদন, আমদানিকারকদের প্রদানকৃত এনওসি এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।