অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮-সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে ইভানজেলিকাল লুথেরান চার্চ ইন আমেরিকা (ইএলসিএ) এর আর্থিক অনুদানে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আরডিআরএস বাংলাদেশ।
সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাসুদার রহমান আকন্দ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ডাবলু। এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।