গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়া খেলাকালে নগদ টাকা ও সরঞ্জামসহ ১০ জুয়ারুকে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৮-সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের ৩নং ওয়ার্ডের আরজী খলসী ব্রীজ পাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে আনাচ উদ্দিন ওরফে আনেছ (৪৫) এর বাড়ী থেকে জুয়ারুদের আটক করা হয়। এসময় নগদ ১০ হাজার ৪৫০ টাকা, খেলায় ব্যবহৃত ৪ সেট কার্ড ও একটি হিসাবের খাতা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এস.আই মো. সেলিম রেজা বাদী হয়ে শুক্রবার ১৯-সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা নং ৩২/৪৩৮ দায়ের করে। আটককৃত আসামীরা হলেন- বাড়িওয়ালা আনাচ উদ্দিন ওরফে আনেছ (৪৫), আরজী খলসী গ্রামের মোজাম শেখের ছেলে শহিদুল ইসলাম (৪০), মৃত গেল্লা শেখের ছেলে এখলাছ শেখ ওরফে বিজলী, গোলজার রহমানের ছেলে জুয়েল রানা (৩৮), তালুককানুপুর ইউপির সমসপাড়া গ্রামের মৃত রবিয়া শেখের ছেলে শাহজাহান আলী (৪০), পৌরশহরের বোয়ালিয়া গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আবু সাইদ ওরফে গোলেনুর (৪০), শিল্পপাড়ার মৃত ইংরেজ আলীর ছেলে সাজু মিয়া (৪৫), হীরক পাড়ার মৃত ভোলা মণ্ডলের ছেলে জাফরুল ইসলাম, শিবপুর ইউপির তরনীপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও মৃত নিদারুন শেখের ছেলে রেজাউল করিম ওরফে মছির (৫০)।
জুয়ার আসর থেকে অভিযুক্তদের আটক করে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।