আজ ২১ সেপ্টেম্বর ২০২৫খ্রি: দিনব্যাপী হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (আগস্ট/২০২৫) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভায় শুরুতেই ডিআইজি (অপারেশনস্) জনাব হাবিবুর রহমান খান এর সঞ্চালনায় জুলাই ও আগস্ট/২০২৫ এবং আগস্ট/২০২৪-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান মাঠপর্যায়ের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন—
◾মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে।
◾সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে অটল থাকতে হবে।
◾জনগণের আস্থা অর্জনের জন্য জনমুখী পুলিশিং নিশ্চিত করতে হবে।
◾মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিতে হবে।
◾সেবা গ্রহীতাদের প্রতি আইনগত সহায়তা প্রদানে সর্বদা আন্তরিক হতে হবে।
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।