চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে আউটডোর ও ইনডোর সেবাদান পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময় চিকিৎসক ও স্টাফদের উপস্থিতি, রোগী ভর্তি ও চিকিৎসাসেবা প্রদানের পদ্ধতি, রোগীদের অভিযোগ ও অভিজ্ঞতা সরাসরি শ্রবণ করা হয়। একই সঙ্গে ভর্তিকৃত রোগীদের ওয়ার্ডে গিয়ে সেবার মান, পরিবেশ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা যথাযথভাবে পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা হয়। এনফোর্সমেন্ট টিম হাসপাতালের বিভিন্ন রেকর্ডপত্রও পর্যালোচনা করে এবং অভিযোগ সম্পর্কিত তথ্যের সাথে তা মিলিয়ে দেখে। অভিযানের সময় হাসপাতালের অভ্যন্তরে অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার চিত্র স্পষ্টভাবে ধরা পড়ে, যা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে মর্মে প্রতীয়মান হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি ও সংগৃহীত রেকর্ডপত্রের ভিত্তিতে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করবে।