যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কার্যালয়ে অকেজো মালামাল বিক্রয়ের নিলামে অসাধু যোগসাজশে সর্বোচ্চ দরদাতার পরিবর্তে চতুর্থ ব্যক্তিকে কার্যাদেশ প্রদান করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কার্যালয় হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহের নিমিত্ত অধিযাচনপত্র দেওয়া হয় এবং বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের বক্তব্য গ্রহণ করা হয়। সরেজমিন পরিদর্শনকালে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র প্রাপ্তি ও পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর যথাযথ সুপারিশসহ টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।