নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ০২ নং নদনা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা নাগরিককে জন্ম নিবন্ধন সনদ প্রদানসহ নানাবিধ অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন সনদ সংগ্রহপূর্বক পর্যালোচনা করে এবং এ বিষয়ে অভিযোগ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি টিম ইউনিয়ন পরিষদ ভবনে অভিযানকালে উপস্থিত সেবাপ্রার্থীদের সাথে হয়রানির অভিযোগের বিষয়ে কথা বলে ও তথ্য সংগ্রহ করে। ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র দালালদের বিষয়ে আরও কঠোর হবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। পাশাপাশি টিম নদনা ইউনিয়ন পরিষদ হতে অন্যান্য ইউনিয়নে বসবাসরত নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্যানুসন্ধান করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাপ্ত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।