ময়মনসিংহ জেলা পরিষদ হতে আবেদন ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদ, ময়মনসিংহ হতে রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর ‘জনস্বাস্থ্য’ উপ-খাতে ৫% হারে ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। টিম তথ্য পায়, বরাদ্দকৃত অর্থ দিয়ে মোট ৪৭টি প্রকল্প গ্রহণ করা হয়। যার মধ্যে ১৭টি প্রকল্প নেওয়া হয় ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নে। অভিযান পরিচালনাকারী টিম ভাবখালি ইউনিয়নের ১৭টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে দেখতে পরিলক্ষিত করে যে, কোন কোন প্রকল্পের টাকার প্রথম কিস্তি ৩ মাস আগে ছাড় হলেও কোন কাজ বাস্তবায়ন হয়নি। পারিবারিক গোরস্থানকে সামাজিক গোরস্থান দেখিয়ে প্রকল্পের টাকা উত্তোলনসহ বসতবাড়িতে নাম সর্বস্ব হাফিজিয়া ও কওমী মাদ্রাসার উন্নয়নের নামে বরাদ্দ নেওয়া হয় এমন তথ্য-প্রমাণ পাওয়া যায়। অর্থবছর শেষ হলেও প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রকল্পগুলোর কাজ এখনো অসম্পূর্ণ এমনটিও দৃষ্টিগোচর হয়। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত তথ্যাদি বিস্তারিতভাবে যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।