Dhaka ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযোগ দায়ের করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল বাতিয়াগাঁও গ্রামের জাহিদুল ইসলাম একই এলাকার শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ নালিশি জমি ক্রয় করেন। যাহার দলিল নম্বর-৯২৫, রেজিঃ অফিস-ঝিনাইগাতী। জমি ক্রয়ের পর থেকে তার প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলী সহ অন্যরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা হুমকি-ধামকি প্রদান করে।

এরই জেরে শনিবার দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাদী ও সাক্ষীরা বাধা দিলে বিবাদীগণ মারপিট করতে উদ্যত হয়। প্রাণভয়ে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। যাওয়ার সময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয়— দাবিকৃত চাঁদার টাকা না দিলে সুযোগ মতো তাকে খুন-জখম করবে এবং বসতবাড়ি ও জমি দখল করবে।

অভিযোগে বাদী আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে আব্দুল মোতালেব গংদের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

Update Time : ০৩:৩২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযোগ দায়ের করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল বাতিয়াগাঁও গ্রামের জাহিদুল ইসলাম একই এলাকার শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ নালিশি জমি ক্রয় করেন। যাহার দলিল নম্বর-৯২৫, রেজিঃ অফিস-ঝিনাইগাতী। জমি ক্রয়ের পর থেকে তার প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলী সহ অন্যরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা হুমকি-ধামকি প্রদান করে।

এরই জেরে শনিবার দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাদী ও সাক্ষীরা বাধা দিলে বিবাদীগণ মারপিট করতে উদ্যত হয়। প্রাণভয়ে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। যাওয়ার সময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয়— দাবিকৃত চাঁদার টাকা না দিলে সুযোগ মতো তাকে খুন-জখম করবে এবং বসতবাড়ি ও জমি দখল করবে।

অভিযোগে বাদী আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে আব্দুল মোতালেব গংদের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।