Dhaka ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাঞ্চন হাইওয়ে ক্যাম্প উদ্বোধন করলেন হাইওয়ে পুলিশ প্রধান :

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পটি ঢাকা বাইপাস মহাসড়কের টোল প্লাজা হতে গোলাকান্দাইল পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

 

বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (হাইওয়ে) মো. দেলোয়ার হোসেন মিঞা ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স-উত্তর) জনাব মীর মোদ্দাছছের হোসেন।

 

উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন গাজীপুর এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জনাব ড. আ. ক. ম আকতারুজ্জামান বসুনিয়া । তিনি কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প গঠনের প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী ও ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও সিইও শাও জিমিংসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।

 

প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, “ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শাও জিমিং বলেন, “হাইওয়ে পুলিশের কার্যক্রম আমাদের প্রকল্পের উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াতকে আরও নিরাপদ করে তুলবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, “দেশের মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাঞ্চন হাইওয়ে ক্যাম্প চালুর ফলে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা ও যানজট কমবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। একই সাথে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রোজেক্টের আওতায় নির্মিত প্রথম মহাসড়কটি নিরাপদে ও নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে। এতে করে ভবিষ্যতে মহাসড়ক নির্মাণে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাবে।”

 

পরিশেষে হাইওয়ে পুলিশ প্রধান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

কাঞ্চন হাইওয়ে ক্যাম্প উদ্বোধন করলেন হাইওয়ে পুলিশ প্রধান :

Update Time : ০২:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পটি ঢাকা বাইপাস মহাসড়কের টোল প্লাজা হতে গোলাকান্দাইল পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

 

বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (হাইওয়ে) মো. দেলোয়ার হোসেন মিঞা ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স-উত্তর) জনাব মীর মোদ্দাছছের হোসেন।

 

উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন গাজীপুর এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জনাব ড. আ. ক. ম আকতারুজ্জামান বসুনিয়া । তিনি কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প গঠনের প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী ও ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও সিইও শাও জিমিংসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।

 

প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, “ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শাও জিমিং বলেন, “হাইওয়ে পুলিশের কার্যক্রম আমাদের প্রকল্পের উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াতকে আরও নিরাপদ করে তুলবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, “দেশের মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাঞ্চন হাইওয়ে ক্যাম্প চালুর ফলে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা ও যানজট কমবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। একই সাথে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রোজেক্টের আওতায় নির্মিত প্রথম মহাসড়কটি নিরাপদে ও নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে। এতে করে ভবিষ্যতে মহাসড়ক নির্মাণে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাবে।”

 

পরিশেষে হাইওয়ে পুলিশ প্রধান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।