গাজীপুরে পুলিশ সুপারের কার্যালয় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে কনফারেন্স রুমে
আজ ২৮ মে ২০২৫খ্রি.
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২৫ উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রী চলাচল সু-শৃঙ্খল, নির্বিঘ্ন ও যানজটমুক্ত নিশ্চিতকরণের লক্ষে গাজীপুর জেলা পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর ।
এসময় উপস্থিত ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, গাজীপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলার পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।