গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সিভিল পোশাকে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে গিয়ে লাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।কাশিমপুর থানার এসআই শিবলু মিয়া (বিপি-৯৪২১২৩৮৮৯১) সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-৪ টিম নিয়ে নাইট ডিউটিতে কর্মরত অবস্থায় ২৯ মে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় তালতলা তিন রাস্তার মোড়ে এক ব্যক্তি পাকা রাস্তার উপর দাঁড়িয়ে নিজেকে পুলিশের সদস্য পরিচয় দিচ্ছেন।
এসআই শিবলু মিয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান এবং পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি মো. লাল মিয়া (৪০), পিতা-মৃত আঃ মজিদ মিয়া, মাতা-জায়েদা খাতুন, সাং-বারেন্ডা, গাজীপুর মহানগর, গাজীপুরকে আটক করেন। তল্লাশিকালে লাল মিয়ার হেফাজত থেকে একটি পুরাতন হ্যান্ডকাপ (হাতকড়া) উদ্ধার করা হয়, যা সে পুলিশ পরিচয় দেয়ার জন্য ব্যবহার করে আসছিল।
রাত ১টা ৪৫ মিনিটে হাতকড়াটি জব্দ করা হয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এসআই শিবলু মিয়া বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৭, তারিখ: ২৯/০৫/২০২৫)। মামলাটি দণ্ডবিধির ১৭০ ও ১৭১ ধারায় রুজু করা হয়েছে, যা সরকারি কর্মচারীর ভুয়া পরিচয় প্রদান এবং তার ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত।
আজ দুপুর ২ টায় লাল মিয়াকে কাশিমপুর থানা থেকে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এসময় সাংবাদিকরা ভিডিও ধারণ করলে গাড়িতে ওঠার সময় লাল মিয়া বলেন আমি কারাগার থেকে বের হয়ে এসে সাংবাদিকদের ল্যাংটা করে পিটাবো; বলে হুমকি প্রদান করে সে।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, “এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা জনগণকে অনুরোধ করছি, এ ধরনের সন্দেহজনক ব্যক্তির সম্পর্কে সাথে সাথে পুলিশকে অবহিত করতে।”আসামিকে আজ দুপুর ২টায় আদালতে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিধীন।