গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
আগামী দিনের সুন্দর কালিগঞ্জ গড়ার লক্ষ্যে আপনারা সকলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তাহলে আগামী দিনে সুন্দর কালিগঞ্জ উপহার দিতে পারবো।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সামসুল হক ভূইয়া, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা শফিউল্লাহ্, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বদিউজ্জামান, পুবাইল জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, সতেরো বছর পর নিজস্ব উপজেলা কার্যালয় উদ্বোধন করতে পারায় আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।