গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল রাত ৮টার পর
ডাকাতির কালে আন্ত: জেলা ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার,বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের লক কাটার দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
তারা মোবাইলের দোকান থেকে মোবাইল সেট,স্বর্নের দোকানের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে মুল্যবান লুট করা চক্রের আন্ত: জেলা ডাকাত চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার পরে গোপন সংবাদের ভিত্তিতে তারা ডাকাতির উদ্দেশ্য,আন্তজেলা ৬ ডাকাত অবস্থান করছে চারমাথা এলাকায়।এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন ১.গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দন পাঠ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪),২.চাঁদপুর জেলার সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব(৩২), ৩.কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ(৩০),৪.কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের সাওজান আলীর ছেলে জহুরুল(৩২),৫.কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফারুক(২৮),৬.ভোলা জেলার লালমোহন উপজেলার হালিম নগর এলাকার মৃত হারেস উদ্দিনের ছেলে ইসমাইল(৩৩)।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) ইকবাল পাশা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই নওগাঁ জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।