জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ছাত্র ও তরুণরা।
রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় খয়ের উদ্দিন মাদরাসা মাঠ থেকে এক প্রতিবাদ মিছিল বের করে ‘জুলাই-আগষ্টের বিপ্লবী ছাত্র জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বক্তারা অভিযোগ করেন, এনসিপির উপজেলা কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদায়ন করে এক ধরনের ‘দোসর পুনর্বাসন’ চালানো হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বকশিগঞ্জ উপজেলা শাখা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহরিয়ার সুমন।
বক্তব্যে তিনি বলেন, একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মে শাসকগোষ্ঠীর সুবিধাভোগীদের স্থান দেওয়া জনগণের সঙ্গে প্রতারণা।
এছাড়া বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলার সাধারণ সম্পাদক সা‘দ আহমেদ রাজু এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজীদ আল আমীন।
পৌর ছাত্র দলের সদস্য সচিব আহমেদ সায়েমও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
স্থানীয় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বকশীগঞ্জে গঠিত এনসিপি কমিটিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি পদ পেয়েছেন।
এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
তাদের দাবি, দল নিরপেক্ষতার মুখোশে আবারও পুরনো রাজনৈতিক শক্তিকেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এনসিপির কমিটি বাতিল এবং বিতর্কিত সদস্যদের বাদ দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।