গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান গাঁজাসহ আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত রেজাউল করিম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।
২৭- জুন শুক্রবার রাত ৩-টা থেকে শনিবার ভোর ৫-টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে আটক করে। এ সময় তার বসতবাড়ি থেকে বিপুল পরিমান গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম এর সাথে ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ রাকিবুল আলম,পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যবৃন্দ।