জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের চাপায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (বয়স আনুমানিক ৩৫) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১লা জুলাই) বিকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক চালক। স্থানীয়রা জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে যদুরচর এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মাঝে এই দুর্ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে। একইসঙ্গে ঘাতক চালকের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তারা।